এই পোস্ট-এর উদ্দেশ্য অবশ্য লারাভেলের ফিচারগুলো চেনানো বা লারাভেল শেখা নয়, বরং লারাভেল নিয়ে কাজ করতে গিয়ে আমাকে যেসব সাধারণ সমস্যার মুখোমুখি হতে হয় বা হয়েছে, সেগুলো একযায়গায় নিয়ে এসে রাখা। এরকম Wiki আমি আমার প্রায় সব কাজেই বানিয়ে রাখি। এটা প্রায় প্রত্যেক প্রোগ্রামার-এরই স্বভাব। কারণ প্রোগ্রামাররা অলস এবং এতে সুবিধা হচ্ছে, যেটা একবার সমাধান হয়ে গেছে...