অনলাইনে কোন তথ্য, লিংক বা কন্টেন্ট খুঁজে পাওয়ার জন্য পৃথিবীব্যপী প্রায় সবাই একটি সার্চ ইঞ্জিনের (Search Engine) দারস্থ হই। তা হচ্ছে গুগল (Google.com)। গুগলের মতো আরও একাধিক সার্চ ইঞ্জিন রয়েছে যদিও, তবু গুগলকে বর্তমান সময়ের সবার্ধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন বলা যায় নির্দ্বিধায়। ইন্টারনেট দুনিয়ায় প্রতি বছর যত সার্চ হয় তার প্রায় ৮৮ ভাগ সার্চ গুগলের মাধ্যমে হয়।
এই গুগল-এ যখন আমরা কোন কিছু সার্চ করি তখন খুব অল্প সময়েই অনেক সার্চ রেজাল্ট (Search Results) আসে, হাজার হাজার রেজাল্ট, তাই না? এতো বেশি রেজাল্ট আসে যে সেগুলো গুগল নামক সার্চ ইঞ্জিনটি কয়েকটি আলাদা পাতায় (Page)-এ ভাগ করে আমাদের সামনে উপস্থাপন করে।
এই গুগল-এ যখন আমরা কোন কিছু সার্চ করি তখন খুব অল্প সময়েই অনেক সার্চ রেজাল্ট (Search Results) আসে, হাজার হাজার রেজাল্ট, তাই না? এতো বেশি রেজাল্ট আসে যে সেগুলো গুগল নামক সার্চ ইঞ্জিনটি কয়েকটি আলাদা পাতায় (Page)-এ ভাগ করে আমাদের সামনে উপস্থাপন করে।
এখন বলুন তো এই যে গুগল এতো কষ্ট করে এতো রেজাল্ট খুঁজে এনে রাখলো আমাদের সামনে, কিন্তু আমরা কতক্ষণ বা ঠিক কতগুলো পেজ দেখে দেখে আমাদের কাংখিত ফলাফল নির্বাচন করি? যেমন আমার কথাই যদি বলি, বেশিরভাগ ক্ষেত্রেই আমি প্রথম পাতার বেশি যাই-ই না, যদি না তেমন কোন বিশেষ প্রয়োজন থাকে। এবং নিশ্চিত ভাবেই বলা যায় আপনিও ঠিক একই কাজ করেন। 😉