অনলাইনে কোন তথ্য, লিংক বা কন্টেন্ট খুঁজে পাওয়ার জন্য পৃথিবীব্যপী প্রায় সবাই একটি সার্চ ইঞ্জিনের (Search Engine) দারস্থ হই। তা হচ্ছে গুগল (Google.com)। গুগলের মতো আরও একাধিক সার্চ ইঞ্জিন রয়েছে যদিও, তবু গুগলকে বর্তমান সময়ের সবার্ধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন বলা যায় নির্দ্বিধায়। ইন্টারনেট দুনিয়ায় প্রতি বছর যত সার্চ হয় তার প্রায় ৮৮ ভাগ সার্চ গুগলের মাধ্যমে...