Hungry to Know

Thursday, May 9, 2019

ইন্সটল হয়ে যাওয়ার পর ওয়ার্ডপ্রেস-এ কিছু ডিফল্ট থিম ও প্লাগইনস দেখা যায়। এগুলো সাধারণত তেমন কোন কাজেই আসেনা, উপরন্তু বারতি এই জিনিসগুলো স্পিড এবং সিকিউরিটি নষ্ট করে। অতএব ভালো পারফর্মেন্স উপভোগ করার জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল করে ফেলার পর এগুলো মুছে দেয়া যেতে পারে। মেদহীন স্লিম ওয়ার্ডপ্রেস-এ কাজ করে দেখবেন বেশ নতুন ধরণের আনন্দ পাবেন! তো শুরু করা যাক- Step...
লোকালহোস্ট সার্ভার হিসেবে AMPPS (Apache, Mysql, MongoDB, PHP, Perl, Python and Softaculous) ব্যবহারকারীদের কিছু সমস্যা ও সমাধান:- সমস্যা -১: Apache সার্ভার চলছে না, চালু করলেও বারবার বন্ধ হয়ে যাচ্ছে। সমাধান-১: কোন অ্যাপলিকেশন দ্বারা Port 80 ব্লক হয়ে আছে কিনা দেখতে হবে। যেমন: Skype. Port 80 মুক্ত করে দিয়ে চেষ্টা করুন। সমাধান-২: PHP ভার্সন চেঞ্জ...