⏩ মনোযোগ দিয়ে আযান শোনা ও আযানের উত্তর দেয়া।⏩ প্রত্যেক অযুর পর কালেমা শাহাদত পাঠ করা -اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُهوَرَسُولُها(আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।)⏩ আযান এবং ইকামাতের মধ্যবর্তী সময়টুকুতে দু'আ করা।রাসূলুল্লাহ...
Friday, April 22, 2022
Sunday, February 27, 2022
সপ্তাহখানেক হলো ল্যাপটপটা হঠাৎই স্লো মনে হচ্ছিলো। এমনকি নিছক কোড এডিটর, লোকালহোস্ট সার্ভার চালাতেও বেগ পেতে হচ্ছিলো। আলসেমি করে দেখা হচ্ছিলোনা কি কারণ। শেষে আজ আর না করলেই না এমন অবস্থা। গরীব মানুষ, পিসি স্লো হয়ে গেলেই তো লাফ দিয়ে গিয়ে আরেকটা তো কিনে আনতে পারবো না, অতএব ঠ্যালা-ধাক্কা দিয়েই যতদূর চালিয়ে নেয়া যায় আর কি!তো পিসি (PC) স্লো হলে প্রথম সন্দেহটাই...
Saturday, February 26, 2022
আমার আগে পিছে দুই ভাই-বোন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। সারাজীবন তারা সঙ্গীত চর্চার পেছনে সময় দিয়েছে, গানের শিক্ষকের সামনে আদর্শ ও ভালো ছেলে-মেয়ের মতো বসে থেকেছে। কিন্তু আমি মাঝখান থেকে সঙ্গীতের ‘স’ -ও শিখি নাই।ছোটবেলা থেকে বই পড়া আর টুকটাক ছাইপাশ লেখালেখির অভ্যাস ছিল। তবে গানটা গলাধকরণ করতে পারিনি। টিচার আসতো বিকেল বেলা। বিকাল হলো খেলাধুলোর সময়, বাইরে সবাই হৈ-হুল্লোড়...