আমার আগে পিছে দুই ভাই-বোন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। সারাজীবন তারা সঙ্গীত চর্চার পেছনে সময় দিয়েছে, গানের শিক্ষকের সামনে আদর্শ ও ভালো ছেলে-মেয়ের মতো বসে থেকেছে। কিন্তু আমি মাঝখান থেকে সঙ্গীতের ‘স’ -ও শিখি নাই।ছোটবেলা থেকে বই পড়া আর টুকটাক ছাইপাশ লেখালেখির অভ্যাস ছিল। তবে গানটা গলাধকরণ করতে পারিনি। টিচার আসতো বিকেল বেলা। বিকাল হলো খেলাধুলোর সময়, বাইরে সবাই হৈ-হুল্লোড় করে খেলছে। আমার বড় ভাই সুবোধ বালকের মতো সা রে গা মা করতে থাকলেও আমার মন পড়ে থাকতো বাইরে। সুযোগ পেলেই বাঁশের বাতার বেড়া টপকে পালিয়ে যেতাম খেলার মাঠে। অতএব কিছুদিন চেষ্টা করার পর সবাই হাল ছেড়ে দিলো - একে দিয়ে হবে না। তো সেই বিশিষ্ট সঙ্গীত-অজ্ঞ আমি যখন গান লিখে ফেলি আবার দু’একটা গানে সুরও বসিয়ে ফেলি তখন অবাক হয়ে ভাবি - কিভাবে হলো ব্যাপারটা।
যাইহোক - এটা সম্ভবত আমার তৃতীয় লিরিক যা প্রকাশিত হলো। এর আগের দুটি শারমিন রমা আপু গেয়েছিলেন তার প্রথম ও দ্বিতীয় অ্যালবামে। লিরিকগুলো কোথায় যে আছে খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলে পোস্ট করব।
No comments:
Post a Comment