সপ্তাহখানেক হলো ল্যাপটপটা হঠাৎই স্লো মনে হচ্ছিলো। এমনকি নিছক কোড এডিটর, লোকালহোস্ট সার্ভার চালাতেও বেগ পেতে হচ্ছিলো। আলসেমি করে দেখা হচ্ছিলোনা কি কারণ। শেষে আজ আর না করলেই না এমন অবস্থা। গরীব মানুষ, পিসি স্লো হয়ে গেলেই তো লাফ দিয়ে গিয়ে আরেকটা তো কিনে আনতে পারবো না, অতএব ঠ্যালা-ধাক্কা দিয়েই যতদূর চালিয়ে নেয়া যায় আর কি!
- এক্সটেনশনগুলোর দিকে নজর রাখবেন। অহেতুক অপ্রয়োজনীয় এক্সটেনশন ইন্সটল করার কোনই প্রয়োজন নাই। বাহুল্য কমিয়ে আনুন, জীবন সহজ হয়ে যাবে। জীবন মানে সবসময় ’জি-বাংলা’ নয়।
- The Great Suspender এক্সটেনশনটা ইন্সটল করে রাখতে পারেন। ভালোই কাজে দেয়।
- মাঝে মাঝে ব্রাউজার ধোঁয়া-মোছা করুন: chrome://settings/clearBrowserData
- অ্যাডভান্সড ইউজার হয়ে থাকলে এখানেও ঢুঁ মারতে পারেন: chrome://flags
- সেটিংস-এর (chrome://settings) Advance-এর ভেতরে System সেকশনে Continue running background apps when Google Chrome is closed আর Use hardware acceleration when available এই দুটো সুইচ-ই বন্ধ করে দিতে পারেন।