Hungry to Know

Sunday, February 27, 2022

সপ্তাহখানেক হলো ল্যাপটপটা হঠাৎই স্লো মনে হচ্ছিলো। এমনকি নিছক কোড এডিটর, লোকালহোস্ট সার্ভার চালাতেও বেগ পেতে হচ্ছিলো। আলসেমি করে দেখা হচ্ছিলোনা কি কারণ। শেষে আজ আর না করলেই না এমন অবস্থা। গরীব মানুষ, পিসি স্লো হয়ে গেলেই তো লাফ দিয়ে গিয়ে আরেকটা তো কিনে আনতে পারবো না, অতএব ঠ্যালা-ধাক্কা দিয়েই যতদূর চালিয়ে নেয়া যায় আর কি!

তো পিসি (PC) স্লো হলে প্রথম সন্দেহটাই যায় ভাইরাস/ম্যালওয়্যারের দিকে। এক্ষেত্রে অ্যান্টিভাইরাসটাকে আপডেট করে পিসিটা একবার ফুল স্ক্যান করে নেয়া যেতে পারে। স্ক্যান করে যদি কোন ইস্যু/ওয়ার্নিং দেখায় তবে বুঝে বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা/অ্যাকশন নেয়া বাঞ্ছনীয়। এছাড়া জাংক ফাইল মুছে ফেলা, অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনইন্সটল করে দেয়া, স্টার্টআপ-এ কি কি প্রোগ্রাম লোড হচ্ছে সেগুলো দেখে নেয়া ও সম্ভব হলে কিছু প্রোগ্রাম অকার্যকর করে দেয়া, প্রয়োজনে অন্তত সি (C:\) ড্রাইভটা স্ক্যানডিস্ক ও ডিফ্রাগমেন্ট (অন্তত ডিফ্রাগমেন্ট) করে নেয়া, হার্ডডিস্ক ড্রাইভগুলোতে যথেষ্ট পরিমাণে ফাঁকা জায়গা আছে কিনা - এসব বিষয়গুলো তো রুটিন চেক-এর মধ্যে পড়ে। তবে আমি জানি এগুলো আমার সমস্যা না।
সন্দেহটা প্রথম থেকেই যার ওপরে ছিল, তাকেই হাতে নাতে পাকড়াও করলাম। ক্রোম ব্রাউজার resource hungry জানতাম, RAM কোৎ কোৎ করে গিলে খায়, তবে পিসি কে এতোখানি তাও আবার দীর্ঘস্থায়ী স্লো করে দিতে পারে অভিজ্ঞতা ছিল না। ব্রাউজারের More Tools -> Task Manager -এ ঢুকে দেখি গাঁদাখানেক টাস্ক মহাআনন্দে মেমরি আর সিপিইউ নিয়ে রীতিমতো ’বালিশ’ কাড়াকাড়ি করছে। ওগুলোকে End Process করে দিতেই শুধু ব্রাউজার না, পুরো সিস্টেমটাই মনে হলো একটা ফোস করে নিঃশ্বাস ছেড়ে হাফ ছেড়ে বাঁচলো।
উৎসব পুরোপুরি খতম করে দিতে এবার একটু উইন্ডোজ-এর Task Manager-এ ঢুঁ মারলাম। যেসব প্রসেসকে ত্যাড়া টাইপের মনে হলো সেগুলো-ও End Task করে দিলাম।
আহ! মনে হচ্ছে এই মাত্র OS সেটআপ দেয়া হয়েছে! এটুকুতেই যা হয়েছে, অন্তত আমার কাছে পরিবর্তনটা বিস্ময়কর! 🤗
আপনিও আমার মতো ক্রোম প্রেমিক (আসলে গুগল প্রেমিক। গুগল যাই-ই করে তাই-ই ভালো লাগে। একেবারে unconditional love) হয়ে থাকলে আরও কিছু সাধারণ টিপস:

  • এক্সটেনশনগুলোর দিকে নজর রাখবেন। অহেতুক অপ্রয়োজনীয় এক্সটেনশন ইন্সটল করার কোনই প্রয়োজন নাই। বাহুল্য কমিয়ে আনুন, জীবন সহজ হয়ে যাবে। জীবন মানে সবসময় ’জি-বাংলা’ নয়।
  • The Great Suspender এক্সটেনশনটা ইন্সটল করে রাখতে পারেন। ভালোই কাজে দেয়।
  • মাঝে মাঝে ব্রাউজার ধোঁয়া-মোছা করুন: chrome://settings/clearBrowserData
  • অ্যাডভান্সড ইউজার হয়ে থাকলে এখানেও ঢুঁ মারতে পারেন: chrome://flags
  • সেটিংস-এর (chrome://settings) Advance-এর ভেতরে System সেকশনে Continue running background apps when Google Chrome is closed আর Use hardware acceleration when available এই দুটো সুইচ-ই বন্ধ করে দিতে পারেন।

Saturday, February 26, 2022


আমার আগে পিছে দুই ভাই-বোন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। সারাজীবন তারা সঙ্গীত চর্চার পেছনে সময় দিয়েছে, গানের শিক্ষকের সামনে আদর্শ ও ভালো ছেলে-মেয়ের মতো বসে থেকেছে। কিন্তু আমি মাঝখান থেকে সঙ্গীতের ‘স’ -ও শিখি নাই।ছোটবেলা থেকে বই পড়া আর টুকটাক ছাইপাশ লেখালেখির অভ্যাস ছিল। তবে গানটা গলাধকরণ করতে পারিনি। টিচার আসতো বিকেল বেলা। বিকাল হলো খেলাধুলোর সময়, বাইরে সবাই হৈ-হুল্লোড় করে খেলছে। আমার বড় ভাই সুবোধ বালকের মতো সা রে গা মা করতে থাকলেও আমার মন পড়ে থাকতো বাইরে। সুযোগ পেলেই বাঁশের বাতার বেড়া টপকে পালিয়ে যেতাম খেলার মাঠে। অতএব কিছুদিন চেষ্টা করার পর সবাই হাল ছেড়ে দিলো - একে দিয়ে হবে না। তো সেই বিশিষ্ট সঙ্গীত-অজ্ঞ আমি যখন গান লিখে ফেলি আবার দু’একটা গানে সুরও বসিয়ে ফেলি তখন অবাক হয়ে ভাবি - কিভাবে হলো ব্যাপারটা।

যাইহোক - এটা সম্ভবত আমার তৃতীয় লিরিক যা প্রকাশিত হলো। এর আগের দুটি শারমিন রমা আপু গেয়েছিলেন তার প্রথম ও দ্বিতীয় অ্যালবামে। লিরিকগুলো কোথায় যে আছে খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলে পোস্ট করব।

শিল্পী: মৌমিতা তাশরিন নদী
মিউজিক: হৃদয় হাসিন, সায়েম রহমান
কথা ও সুর: শাহরিয়ার সেজান
প্রকাশকাল: মার্চ, ২০২০


আয়রে মেঘের দল ছুটে যাই

আয়রে পাখির ঝাঁক উড়ে যাই

    সেই দেশের-ই কাছে

হাত বাড়িয়ে আছে

    মা আমার

হাত বাড়িয়ে আছে।

আয়রে নদীর ঢেউ বয়ে যাই

আয়রে ধানের ক্ষেত দুলে যাই

    সেই দেশের-ই কাছে

হাত বাড়িয়ে আছে

    মা আমার

হাত বাড়িয়ে আছে।


কোথায় গেলে পাবে এমন আকাশের নীল

রাখাল বাঁশি, নকশী কাঁথা, পদ্ম ফোঁটা ঝিল

রাতের আধার ভেসে যায় দূরে জোস্নার বানে

মমতার ছোঁয়ায় স্বপ্ন আসে ঘুম পাড়ানি গানে

    আয়রে কাশের বন দুলে যাই

    আয়রে দিঘীর জল ভেসে যাই

         সেই দেশের-ই কাছে

    হাত বাড়িয়ে আছে

         মা আমার

    হাত বাড়িয়ে আছে।


কোথায় বাজে আর একই সুরে জীবনের জয়গান

সবার তরে সবাই সেথায় যেন একই প্রাণ

এক একটি মুখ এখানে অপার সম্ভাবনা

নতুন দিনের আলো ভেঁজায় সবার আঙিনা

    আয়রে একটা কিছু করে যাই

    আয়রে লাল সবুজে মিশে যাই

         সেই দেশের-ই কাছে

    হাত বাড়িয়ে আছে

         মা আমার

    হাত বাড়িয়ে আছে।