আপনি কি জানেন এই মুহূর্তে পৃথিবীতে মোট ওয়েবসাইটের সংখ্যা কত? আমি যখন দেখছিলাম তখন সংখ্যাটা ছিল - 1,764,071,065, মানে ১৭৬ কোটিরও বেশি! এবং প্রতি সেকেন্ডে এই সংখ্যাটা বাড়ছে। অর্থাৎ আপনি যখন দেখবেন তখন কত হবে বলা মুশকিল।
ফ্রিল্যান্সার.কম - https://www.freelancer.com/job
আপওয়ার্ক.কম - https://www.upwork.com/hire
ফাইভার.কম - https://www.fiverr.com/categories
টিপস: কঠিন কাজে কম্পিটিশন কম, সহজ কাজে কম্পিটিশন বেশি।
এই লেখায় মূলত টিউটোরিয়াল ও লার্নিং ওয়েবসাইটগুলোর তালিকা তুলে ধরবো, যারা অন্তত কিছু হলেও ফ্রি কোর্স অফার করে:
পছন্দের সাইট:
ডব্লিউ থ্রি স্কুলস :: প্রথম এই সাইটটি থেকেই আমার ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু। কিন্তু সেই পক্ষপাতের কারণে নয়, বরং ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে এই সাইটটা থেকে শুরু করা একপ্রকার ট্র্যাডিশন বলা যায়! - https://www.w3schools.com
এনভাটো :: ওয়ার্ডপ্রেসের থিম কেনা-বেচার জন্য বিখ্যাত এনভাটো মার্কেটপ্লেসের নিজস্ব কিছু লার্নিং কন্টেন্ট রয়েছে -
https://code.tutsplus.com/courses
https://code.tutsplus.com/tutorials
তো এই বিশাল সমুদ্রে মাত্র কিছু ওয়েবসাইটের কথা বলা অনেক কঠিন একটি কাজ, কিছুটা অনুচিৎ-ও বটে। কারণ তাতে আপনি হয়তো এই তালিকার মাঝেই নিজেকে সীমাবদ্ধ করে ফেলবেন, নতুন কিছু আর খুঁজবেন না। পক্ষান্তরে শুধু খুঁজতে থাকলে খোঁজার পেছনেও অনেক সময় ব্যয় হয়ে যায়। অনলাইন রিসোর্সের সেই অর্থে কোন শেষও নেই। তাই আমি নিজের প্রয়োজনে কিছু ওয়েবসাইট বুকমার্ক করে রাখি। সেই বুকমার্কিং থেকেই কিছু কিছু ওয়েবসাইট তুলে দেব এখানে। এর বাইরেও অনেক ভালো ওয়েবসাইট থাকতে পারে, অবশ্যই আছে বলেই আমার বিশ্বাস। এমন কিছু আপনি যদি জানেন তবে আমাকেও জানাতে পারেন। হয়তো আপনার পছন্দের ওয়েবসাইটটি আমারও ভালো লেগে যাবে।
আরও একটি বিষয় বলে নেয়া দরকার, যদি আপনি কিছু শেখার মনস্থির করেন তবে সেটা শেখার জন্য আপাতত দু’টি পথ আছে - ১. অনলাইনে শেখা, ২. অফলাইনে শেখা। এখানে অবশ্যই অনলাইনে শেখার ঠিকানাগুলো উল্লেখ করা হয়েছে। আর আমি মূলত: একজন ওয়েব ডেভেলপার, অতএব আমার রিসোর্সগুলো ওয়েব ডেভেলপমেন্ট ঘেষা হয়ে যেতে পারে। তবু চেষ্টা করবো অন্যান্য ক্ষেত্রগুলোও ছুঁয়ে যেতে।
আমাদের উদ্দেশ্য যেহেতু ফ্রিল্যান্সিং, কোন কিছু শেখার শুরু করার আগে সিদ্ধান্ত নিতে হবে কি ধরণের কাজ করবো সেটা, অতঃপর সেই অনুযায়ী শেখা শুরু করতে হবে। কি কি কাজ পাওয়া যেতে পারে? এটা জানার জন্য আসেন প্রথমেই কিছু প্রথম সারির অনলাইন মার্কেটপ্লেসের জব ক্যাটাগরি লিংকগুলো ঘুরে আসা যাক:
ফ্রিল্যান্সার.কম - https://www.freelancer.com/job
আপওয়ার্ক.কম - https://www.upwork.com/hire
ফাইভার.কম - https://www.fiverr.com/categories
টিপস: কঠিন কাজে কম্পিটিশন কম, সহজ কাজে কম্পিটিশন বেশি।
এই লেখায় মূলত টিউটোরিয়াল ও লার্নিং ওয়েবসাইটগুলোর তালিকা তুলে ধরবো, যারা অন্তত কিছু হলেও ফ্রি কোর্স অফার করে:
পছন্দের সাইট:
ইউটিউব :: সবার আগে সবার প্রথমে যে সাইটটির কথা বলতে হবেই, তা হচ্ছে ইউটিউব (YouTube.com)। সাধারণ ভিডিও শেয়ারিং বা ভিডিও ব্লগিং বা এন্টারটেইনমেন্টের উদ্দেশ্যে তৈরি হলেও এডুকেশন বা লার্নিং-এর জগতে ইউটিউব এক বিপ্লবের সূচনা করেছে। যে কোন কিছু শিখতে বা জানতে এখন মনে হয় এই একটি সাইট-ই যথেষ্ট হবে। ধরুন আপনি মিউজিক কম্পোজার হতে চান বা পিয়ানো শিখতে চান। সেক্ষেত্রে https://www.youtube.com - এ গিয়ে সার্চ করুন "Learn Piano", দেখুন ক’হাজার ভিডিও আসে! অতএব যা শিখতে চান ,ইউটিউবকে একবার বলে দেখুন।
ডব্লিউ থ্রি স্কুলস :: প্রথম এই সাইটটি থেকেই আমার ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু। কিন্তু সেই পক্ষপাতের কারণে নয়, বরং ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে এই সাইটটা থেকে শুরু করা একপ্রকার ট্র্যাডিশন বলা যায়! - https://www.w3schools.com
খান একাডেমি :: খান একাডেমির কথা কে জানে না! অনলাইনে ভিডিও লেসন-এর মাধ্যমে লার্নিং-এর যে ধারণা, খান একাডেমি সেটার পথ প্রদর্শক বলা যায়। সেই অর্থে লিজেন্ড। খান একাডেমির শুরু কিন্তু ইউটিউব থেকেই। এখন খান একাডেমি একটা ব্র্যান্ড। মূলত স্কুল/কলেজ/ইউনিভার্সিটির একাডেমিক বিষয়গুলো (ম্যাথ, সায়েন্স, ইকোনমিকস, আর্টস, ইত্যাদি) শেখার বা শেখানোর জন্য পথিকৃৎ - https://www.khanacademy.org
টেন মিনিট স্কুল (বাংলা) :: যদিও খান একাডেমির সালমান খান একজন বাংলাদেশি তবু যদি ধরি ওটা আমাদের দেশের প্রোডাক্ট নয়, তো আমাদের আছে টেন মিনিট স্কুল। অনলাইন লার্নিং-এর আইডিয়াটা বাংলা ভাষায় সবচেয়ে সফল ভাবে তুলে এনেছে আয়মান সাদিক-এর টেন মিনিট স্কুল। দেখতেই ভালো লাগে। - http://10minuteschool.com
ইউডেমি :: ইউডেমির কোর্স করে অনেক মজা পাই। ব্যক্তিগতভাবে আমি ইউডেমির কোর্সগুলো সবচেয়ে পছন্দ করি। এখানে ফ্রি কোর্সগুলোও যথেষ্ট ভালো মানের। - https://www.udemy.com
সলো লার্ন :: এই সাইটটিতে শেখা অনেকটা গেইম খেলার মতো। আমি বেশ মজা পাই। মজায় মজায় ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিংয়ের বেসিকগুলো শেখা বা ঝালিয়ে নেয়া যায় - https://www.sololearn.com
ফ্রি কোড ক্যাম্প :: প্রফেশনাল লেভেলে শেখার মতো একটি সাইট। রঙচঙে সাইট না, অহেতুক কোন বাহুল্য নাই। জাস্ট লার্নিং। তাদের দাবী তাদের কোর্স কমপ্লিট করা গ্র্যাজুয়েটরা অ্যাপল, গুগল, অ্যামাজন, মাইক্রোসফটে জব করছে। - https://www.freecodecamp.org
ট্রেইনিং উইথ লাইভ প্রোজেক্ট (বাংলা) :: প্রোজেক্ট করানোর মধ্য দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শেখানোর জন্য এতো পরিশ্রম মনে হয় খুব বেশি মানুষ করেনি। পেছনের কারিগর দেলোয়ার ভাই ও বারী ভাই-কে ধন্যবাদ জানাই। বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শেখার জন্য চমৎকার। - http://www.trainingwithliveproject.com
মুক্তপাঠ (বাংলা) :: বাংলা ভাষাভাষিদের জন্য বাংলাদেশ সরকারের অফিশিয়াল ই-লার্নিং সাইট। নিজস্ব কোর্সের পাশাপাশি বিভিন্ন কোর্সের ডিরেক্টরী বিশেষ। - http://www.muktopaath.gov.bd
এনভাটো :: ওয়ার্ডপ্রেসের থিম কেনা-বেচার জন্য বিখ্যাত এনভাটো মার্কেটপ্লেসের নিজস্ব কিছু লার্নিং কন্টেন্ট রয়েছে -
https://code.tutsplus.com/courses
https://code.tutsplus.com/tutorials
https://envato.com/free-courses
ডুওলিঙ্গো :: কোন কথ্য ভাষা (Spoken Language) শিখতে চাইলে দারুণ একটা ওয়েবসাইট - https://www.duolingo.com
ড্র স্পেস :: ছেলেবেলার পর শেষ কবে ছবি এঁকেছেন? আমার তো ভীষণ ইচ্ছা করে ছবি আঁকতে। ছেলেবেলায় ছবি কিন্তু খারাপ আঁকতাম না। মাঝে মাঝে আফসোসও হয়, কেন এই স্কিলটি ডেভেলপ করিনি। ছবি আঁকাআকি শিখতে চাইলে - https://www.drawspace.com
সেরা ১০ লেখালেখি শেখার সাইট :: এখানে যে লিংকটা দেব সেটা মূলত একটা ব্লগের লিংক। লেখালেখির অভ্যাস যাদের আছে বা লেখক হিসেবে ক্যারিয়ার শুরু করতে চাইলে ব্লগ/আর্টিকেলটা দেখতে পারেন - https://bit.ly/2ViItH9
মিউজিক :: যারা একটু মিউজিক নিয়ে কাজ করেন তারা এফএল স্টুডিও (FL Studio) -র নাম শুনে থাকবেন নিশ্চয়ই। যারা কোন কিছু বাজাতে পারে তারা তো পারেই, কিন্তু কোন ইন্সট্রুমেন্ট প্লে করা না জানলেও কম্পিউটারে বসে এই সফটঅয়্যারটি দিয়ে ছোট-বড় মিউজিক বানানো থেকে শুরু করে পুরো গানই কম্পোজ করে ফেলা সম্ভব। আমার মতো কিছু অভাগাদের জন্য যারা গীটার নিয়ে সারাজীবন শুধু পিড়িং পিড়িং-ই করে গেল, তাদের জন্য এই সফটঅয়্যারটি একটি আশীর্বাদ। আমি নিজেই একদা দু’একটি আস্ত গান বানিয়ে ফেলেছিলাম এটা দিয়ে (যদিও গোপন কথা হচ্ছে, আমি যখন কাজ করেছিলাম, তখন এই ধরণের কোন টিউটোরিয়াল আছে সে খোঁজই আমার জানা ছিল না 😜)। এই সফটঅয়্যারটি শিখতে চাইলে দু’টো চমৎকার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিলাম -
https://bit.ly/3bjXoXp
https://bit.ly/2z4IqpI
আরও কিছু সাইট:
টিউটোরিয়ালস পয়েন্ট - https://www.tutorialspoint.com/index.htm
টিজ্যাগ - http://www.tizag.com
রেপটো (বাংলা) :: https://repto.com.bd
ক্লিক এন টেক (বাংলা) :: ম্যাস মিডিয়া (সাংবাদিকতা, স্ক্রিপ্ট রাইটিং, টিভি রিপোর্টিং, ইত্যাদি) রিলেটেড কিছু টিউটোরিয়াল আছে এখানে - http://clickntech.com
এডুওনিক্স :: ফ্রি কোর্স খুঁজে পাওয়া মুশকিল। - https://www.eduonix.com
জ্ঞানের পরিধি যেখানে সীমাহীন সেখানে যত দ্রুত সম্ভব নিজের অজ্ঞানতা স্বীকার করে নেয়াটাই ভালো। আর যারা সব কিছু জেনে বসে আছেন, তাদের জন্য অপরিসীম শ্রদ্ধা!
© A.S.M. Shahriar Zahan | www.shahriarz.net
লাস্ট আপডেট: ১৮ এপ্রিল, ২০২০
ডুওলিঙ্গো :: কোন কথ্য ভাষা (Spoken Language) শিখতে চাইলে দারুণ একটা ওয়েবসাইট - https://www.duolingo.com
ড্র স্পেস :: ছেলেবেলার পর শেষ কবে ছবি এঁকেছেন? আমার তো ভীষণ ইচ্ছা করে ছবি আঁকতে। ছেলেবেলায় ছবি কিন্তু খারাপ আঁকতাম না। মাঝে মাঝে আফসোসও হয়, কেন এই স্কিলটি ডেভেলপ করিনি। ছবি আঁকাআকি শিখতে চাইলে - https://www.drawspace.com
সেরা ১০ লেখালেখি শেখার সাইট :: এখানে যে লিংকটা দেব সেটা মূলত একটা ব্লগের লিংক। লেখালেখির অভ্যাস যাদের আছে বা লেখক হিসেবে ক্যারিয়ার শুরু করতে চাইলে ব্লগ/আর্টিকেলটা দেখতে পারেন - https://bit.ly/2ViItH9
মিউজিক :: যারা একটু মিউজিক নিয়ে কাজ করেন তারা এফএল স্টুডিও (FL Studio) -র নাম শুনে থাকবেন নিশ্চয়ই। যারা কোন কিছু বাজাতে পারে তারা তো পারেই, কিন্তু কোন ইন্সট্রুমেন্ট প্লে করা না জানলেও কম্পিউটারে বসে এই সফটঅয়্যারটি দিয়ে ছোট-বড় মিউজিক বানানো থেকে শুরু করে পুরো গানই কম্পোজ করে ফেলা সম্ভব। আমার মতো কিছু অভাগাদের জন্য যারা গীটার নিয়ে সারাজীবন শুধু পিড়িং পিড়িং-ই করে গেল, তাদের জন্য এই সফটঅয়্যারটি একটি আশীর্বাদ। আমি নিজেই একদা দু’একটি আস্ত গান বানিয়ে ফেলেছিলাম এটা দিয়ে (যদিও গোপন কথা হচ্ছে, আমি যখন কাজ করেছিলাম, তখন এই ধরণের কোন টিউটোরিয়াল আছে সে খোঁজই আমার জানা ছিল না 😜)। এই সফটঅয়্যারটি শিখতে চাইলে দু’টো চমৎকার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিলাম -
https://bit.ly/3bjXoXp
https://bit.ly/2z4IqpI
স্টে হোম - সাজিদ নূর রাতুল :: এটি জনৈক ভাই জনাব সাজিদ নূর রাতুলের শেয়ার করা একটি গুগল ড্রাইভের লিংক। চলমান করোনা লকডাউনে ঘরে বসে সবাই যেন কিছু শিখতে পারে সেই উদ্দেশ্যে তিনি এই ড্রাইভ লিংকটি শেয়ার করেছেন। নিঃসন্দেহে মহানুভব একটি চিন্তা। আমি কোন টিউটোরিয়াল এখনো ব্যক্তিগতভাবে ট্রাই করিনি, কতদিন ড্রাইভটি অ্যাকসেস করা যাবে তাও জানি না, শুধুমাত্র উদ্যোগটি ভীষন পছন্দ হওয়াতে আপাতত লিংকটি এখানে দিয়ে রাখছি। - https://tinyurl.com/ybb4bwox
আরও কিছু সাইট:
টিউটোরিয়ালস পয়েন্ট - https://www.tutorialspoint.com/index.htm
টিজ্যাগ - http://www.tizag.com
রেপটো (বাংলা) :: https://repto.com.bd
ক্লিক এন টেক (বাংলা) :: ম্যাস মিডিয়া (সাংবাদিকতা, স্ক্রিপ্ট রাইটিং, টিভি রিপোর্টিং, ইত্যাদি) রিলেটেড কিছু টিউটোরিয়াল আছে এখানে - http://clickntech.com
এডুওনিক্স :: ফ্রি কোর্স খুঁজে পাওয়া মুশকিল। - https://www.eduonix.com
আপাতত এ পর্যন্ত থাকুক। বুকমার্ক করে রাখা শত শত লিংক বা ডাউনলোড করে রাখা শত শত গিগাবাইট টিউটোরিয়ালের ভেতর থেকে আপাতত এই ক’টাই চোখে পড়লো।
তবে এগুলোই শেষ নয়। ধিরে ধিরে আরও যোগ করবো ইনশাআল্লাহ, তালিকাটা বড় ও আরও সমৃদ্ধ হবে আশা করা যায়। কিন্তু এটাও নিশ্চিতভাবে বলতে পারি লিংক যতই যোগ করিনা কেন, তালিকাটা তবু অপূর্ণই থেকে যাবে। দ্বিমতও থেকে যাবে। এ বলতে অমুক সাইট তো নাই, সে বলবে তমুকটা কোথায়।
জ্ঞানের পরিধি যেখানে সীমাহীন সেখানে যত দ্রুত সম্ভব নিজের অজ্ঞানতা স্বীকার করে নেয়াটাই ভালো। আর যারা সব কিছু জেনে বসে আছেন, তাদের জন্য অপরিসীম শ্রদ্ধা!
© A.S.M. Shahriar Zahan | www.shahriarz.net
লাস্ট আপডেট: ১৮ এপ্রিল, ২০২০
No comments:
Post a Comment