Hungry to Know

Sunday, April 11, 2021

পিএইচপি নিয়ে কিছু কথা


সার্ভার সাইড স্ক্রিপটিং ল্যাংগুয়েজ হিসেবে পিএইচপি (PHP)-র সুনাম-দুর্নাম অনেক কিছুই রয়েছে। সেই ২০০৬-০৭ সাল থেকেই শুনে আসছি পিএইচপি শেষ, পিএইচপি শিখে আর লাভ নাই, পিএইচপি-র আর ভাত নাই। কিছু বছর যায় আবার সেই একই কথা একই হৈচৈ ওঠে। আবার ২০২০-২১ -এ আবার সেই হৈচৈ শুরু হয়েছে।

আমার কথা হলো, যেকোন জনপ্রিয় জিনিস নিয়েই আলোচনা-সমালোচনা একটু বেশি থাকবে। অনেক দুর্নামের মাঝেও ওয়েব ডেভেলপমেন্টের জগত থেকে পিএইচপি-কে কখনোই একেবারে বাদ করে দেয়া যায়নি, বরং মাঝেমাঝে খারাপ সময় পার করলেও (স্ক্রিপ্টিং) ল্যাংগুয়েজটি বারবার নতুন শক্তিতে জেগে উঠেছে। ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়ায় অনেক কালজয়ী সিএমএস, ওয়েব সল্যুশন বা অ্যাপলিকেশন পিএইচপি দ্বারা তৈরি। শুধু শেখার জন্য নয়, বরং প্রফেশনাল ও এন্টারপ্রাইজ সল্যুশনও পিএইচপি দিয়ে করা হয় অহরহ।

পিএইচপি-র জনপ্রিয়তার কৃতিত্ব অনেকাংশেই এর ফ্রেমওয়ার্ক গুলোকে দিতে হয়। কেক পিএইচপি, কোড ইগনিটার, জেন্ড অথবা সিম্ফনি পিএইচপির জনপ্রিয় একেকটি ফেমওয়ার্ক। কিন্তু লারাভেল সেই সকল জনপ্রিয়তাকে শুধু ছাড়িয়েই যাচ্ছে না, বরং পিএইচপি-তে কোডিং যে কত মজার ও গোছানো হতে পারে, লারাভেল (laravel.com) ব্যবহার করতে শুরু করলে সেটি কিছুটা বোঝা যায়। আবার লারাভেলকে কঠিন ভাবারও কিছু নেই। সত্যি কথা বলতে কি - লারাভেল আমার শেখা প্রথম কোন পিএইচপি-র ফ্রেমওয়ার্ক। এর আগে হয় Raw PHP ব্যবহার করেছি অথবা ওয়ার্ডপ্রেস-এ কাজ করেছি। 2019 সালেও সেরা ফ্রেমওয়ার্ক নির্বাচিত হয়েছে লারাভেল। আর লারাভেল-এর হাত ধরে পিএইচপি যেন নতুন করে প্রাণ চঞ্চল হয়ে উঠেছে বিশ্ব জুড়ে।

© A.S.M. Shahriar Zahan | www.zahantech.com

[Photo by Pixabay via Pexels.com]

No comments:

Post a Comment